Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়েছে শিক্ষিকা রিবন রানী দাশের অনলাইন ক্লাস

আবুল কাসেম, লাখাই থেকে ॥ করোনা পরিস্থিতিতে যখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে তখন লাখাইয়ে শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়েছে শিক্ষিকা রিবন রানী দাশের অনলাইন ক্লাস। তিনি লাখাই উপজেলার ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আইসিটি ফোর ই জেলা আ্যাম্বাসেডর, স্বপ্নসিঁড়ি কবিতার বইয়ের লেখিকা এবং ২০১৮ সালের হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা। রিবন রানী দাশ শিক্ষার্থীদের কথা চিন্তা করে চালু করেন অনলাইন ক্লাস পাঠদান কার্যক্রম। তার এই অনলাইন কাস ব্যাপক সাড়া জাগিয়েছে দেশের শিক্ষার্থীদের মাঝে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর বিভিন্ন পেইজ, হবিগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলের ফাউন্ডার এডমিন, হবিগঞ্জ অনলাইন স্কুলের এডমিন, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের এডিটর, ঘরে স্কুল ঘরে শিক্ষা পেইজের এডমিন এবং সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলে নিয়মিত ক্লাস নিচ্ছেন। এছাড়া স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক এয়ারলিংক চ্যানেলে তাঁর কাশ প্রচারিত হয়।
রিবন রাণী দাশ জানান, সরকারি নির্দেশনার পাশাপাশি নিজ উদ্যোগে এলাকার কিছু শিক্ষিত ছেলে মেয়ে ও শিক্ষকদেরকে নিয়ে এই অনলাইন শিক্ষা পৌছে দেওয়ার জন্য গ্রুপ সৃষ্টি করেছি। যা অতি সহজেই কোমলমতি ছাত্রছাত্রীরা পাঠদান গ্রহণ করতে পারছে। এছাড়া প্রতিদিন মোবাইলে বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছি। যাতে এই শিক্ষা থেকে ছাত্রছাত্রীরা বঞ্ছিত না হয়। এ ব্যাপারে আইসিটি ফোর ই জেলা আ্যাম্বাসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতা পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কামাল বলেন, রিবন রানী দাশ দুটি বাচ্চা নিয়ে প্রতিদিন যে অনলাইন ক্লাস নিচ্ছেন তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আশা করি সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। লাখাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজনু মিয়ার সাথে এ ব্যাপারে আলাপ হলে তিনি জানান, রিবন রানী দাশ একজন উদ্যমী ও পরিশ্রমী শিক্ষক। উনার অনলাইন ক্লাস পাঠদানে লাখাইয়ের অন্যান্য শিক্ষকরাও অনুপ্রাণিত হচ্ছেন।