Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদক ব্যবসায়ীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না-এএসপি আশরাফুজ্জামান

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গল উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করতে উদ্যোগ নিয়েছে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের সার্বিক নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন।
এর পরই অভিযানে নামে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) শ্রীমঙ্গলের গুহ রোড এলাকায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- জুনায়েদ আহমেদ চৌধুরী ওরফে জুনা (৪৪), কামিল আহমেদ চৌধুরী (৩৮) ও মাহমুদুল কবির (৪৪)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে। এরই মধ্যে আমরা তিনজনকে ইয়াবাসহ ধরেছি কোর্টে চালান দেওয়া হয়েছে। মাদক বিরোধী অভিযান মাদক মুক্ত শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে আগের চেয়ে আরো কঠোরভাবে পরিচালনা করা হবে।