Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

“দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে সায়েদুজ্জামান জাহির ॥ আরটিভিতে আমি ছিলাম, আছি ভ্রান্ত সংবাদে বিভ্রান্ত হবেন না

১৭ জুলাই ২০২০ইং হবিগঞ্জ থেকে প্রকাশিত “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকার প্রথম পৃষ্ঠায় সাংবাদিকতার শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ডের দায়ে আরটিভি থেকে সাময়িক বহিস্কার সায়েদুজ্জামান জাহির” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার নজরে এসে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ কাল্পনিক, মানহানীকর। সংবাদে যে সব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বেসাতি ছাড়া আর কিছুই নয়। এর উদ্দেশ্য একটাই সমাজে আমার মানসম্মান হানী ও হেয় করা। প্রকৃতপক্ষে ২০০৭ সাল থেকে আমি আরটিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এর পর থেকে আমি আরটিভি’র সুনাম অক্ষুন্ন রেখে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। বর্তমানেও আমি আরটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি কাজের পরিধি বাড়ায় আরো দুজনকে পরীক্ষামূলক অনুমতি দেয়া হয়েছে। বরখাস্তের বিষয়টি সম্পূর্ণরূপে অবান্তর। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এদিকে সায়েদুজ্জামান জাহিরের প্রতিবাদ সম্পর্কে আরটিভির প্রধান বার্তা সম্পাদক মোঃ লুৎফুর রহমান এর নিকট (আজ ১৭ জুলাই) বিকেলে ফোনে জানতে চাইলে তিনি বলেন, সায়েদুজ্জামান জাহির আরটিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বহাল আছে। এবং আরটিভিতে কাজ করছে। বরখাস্তের সংবাদটি সঠিক নয়।