Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পরিবেশের প্রতি সকলকে যত্নশীল হওয়ার আহবান জানিয়েছেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল এগারটায় জেলা প্রশাসক কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের আঙ্গিনায় চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. নূরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেন জানান, জেলার নয়টি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে মোট ১ লাখ ৮২ হাজার ৯২৫টি গাছের চারা রোপন করা হবে। এর মধ্যে রয়েছে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষ। ইতোমধ্যেই সকল উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় এমপি আবু জাহির বলেন, বৃক্ষ মানুষের জীবন বাঁচাতে কাজে লাগে। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বনায়নের বিকল্প নেই। প্রকৃতির সুরক্ষার স্বার্থে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জননেত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এ সময় পরিবেশের প্রতি সকলকে যত্নশীল হওয়ার আহবান জানান সংসদ সদস্য।