Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার ॥ নিম্ন মানের কাজ করে বিল তুলে টিকাদার লাপাত্তা

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারে নিম্নমানের কাজ করে বিল তুলে ঠিকাদার লাপাত্তা হয়ে গেছেন। ফলে এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ওই হাসপাতালের অভ্যন্তরীণ রাস্তা ও ডক্টর কোয়ার্টার্স সংস্কার কাজের জন্য সাড়ে ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটির দায়িত্ব পান টিকাদার আব্দুল করিম। কাজে অনিয়মের অভিযোগে স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ কাজ বন্ধ করে রাখলেও ঠিকাদারের নিযুক্ত লোকজন রাতের আধারে কাজ সম্পন্ন করে ফেলেন। কিন্তু ডক্টর কোর্য়াটার্সের সংস্কার কাজ না করেই লাপাত্তা হয়ে যান টিকাদার। এ ব্যাপারে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য গাজী শাহ নওয়াজ মিলাদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ কাজের বিষয়ে আমি কিছুই জানি না। নিম্ন মানের কাজ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাকে অবগত করেছেন। আমি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশকে বলেছি তদন্ত কমিটি গঠন করে কাজের মান যাচাই করে বিল প্রদানের নির্দেশনা দিয়েছি।
অনুসন্ধানে দেখা যায় পূর্ব দিকে গেইটের সামনে রাস্তায় গর্তে বৃষ্টির পানি জমে আছে। যা সবার নজর কাড়ছে। কাজের নিযুক্ত সহকারী প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ওই এলাকা থেকে বদলি হয়ে চলে এসেছি। টিকাদার আব্দুল করিমের সাথে মুঠোফোন যোগাযোগের জন্য বার বার চেষ্টা করেও মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।