Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নতুন আরো ৬ জনের করোনা শনাক্ত ॥ মোট আক্রান্ত ৮৯

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ করোনা ভাইরাস (কোভিড) রোগীর আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে করে উপজেলাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। ৮ জুলাই বুধবার উপজেলায় করোনার রিপোর্টে একদিনে ৬ জনের পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে রয়েছে, ১ জন এমপির এপিএস, ১ জন ইউপি সচিব, ১ জন পৌরসভার কর্মচারী, এনাতাবাদ গ্রামের ১ জনসহ মোট ৬ জন। উপজেলা থেকে গত ৫ ও জুলাই নমুনা সংগ্রহ করে ঢাকা পাটানো হলে তাদের মধ্যে আজ নতুন করে ৬ জনের করোনা পজিটিভ রিপোর্টে আসে। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ্য হয়েছেন ৪০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মহামারি আকার ধারন করেছে। প্রয়োজনে বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহার করাসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহবান করেন।