Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জের নুরপুর ইউপি সদস্যের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

আজিজুল ইসলাম সজীব ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল হাসিম জারুনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাসিম জারুন কর্মসৃজন প্রকল্পের টাকা জন্য ১ লাখ ৬৩ হাজার ৮শত টাকা বরাদ্দ পান। এর মধ্যে তিনি ৬ জনকে ৪ হাজার টাকা করে ২৪ হাজার টাকা আর ১৫ জনকে ৩ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা পরিশোধ করেন। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিক আমেনা খাতুন লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ পেয়ে ইউএনও সুমী আক্তার ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় মেম্বার জারুন ছিলেন না বলে জানা গেছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, আমরা এ বিষয়ে শুনেছি এখনো কোন মামলা করা হয় নি। মামলা হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার বলেন, সরকারি টাকা আত্মসাৎ করে কেউ বাচতে পারবে না। আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত যাই। এ সময় ইউপি মেম্বারকে পাইনি। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মেম্বারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।