Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১২০০ অস্বচ্ছলের হাতে সহায়তা তুলে দিলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর, নিজামপুর ও রাজিউড়া ইউনিয়নে আরো ১২০০ অস্বচ্ছল মানুষের হাতে সরকারি সহায়তা তুলে দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা করেন সংসদ সদস্য।
করোনা সংক্রমনের শুরু থেকেই এমপি আবু জাহির হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় অস্বচ্ছলদের মাঝে সরকারি এবং ব্যক্তিগত পক্ষ থেকে সহায়তা অব্যাহত রেখেছেন। গাড়ি থেকে মাইকিং, পায়ে হেঁটে সচেতনতামূলক প্রচারণা, আবার কখনো সরকারি সহায়তা বিতরণের ফাঁকে এলাকাবাসীকে করোনা ভাইরাস মোকবিলার পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি। শুধু শহরই নয়, নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে প্রতিদিন সকাল-সন্ধ্যা ছুটে চলছেন নির্বাচিত এই প্রতিনিধি।
তিনি বলেন, ‘সবাই ঘরে থাকুন, নিরাপদ জীবনযাপন করুন। নিজে পরিষ্কার থাকুন, অন্যকে পরিষ্কার থাকতে উৎসাহী করুন। জরুরী প্রয়োজন ছাড়া বের না হওয়া, জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।
তিনটি ইউনিয়নে সরকারি সহায়তা বিতরণের সময় অন্যান্যের মাঝে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, এনামুল হক শেখ কামাল, তাজ উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বদরুল আলম
০১৭১২ ৬৯০০৪৪