Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মাসুদ রানা সুন্দর বানিয়াচং বিনির্মানে সকলের সহযোগিতা কামনা

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মাসুদ রানা। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ইউএনও মো. মামুন খন্দকারের স্থলাভিষিক্ত হয়েছেন। ৩৩তম বিসিএস ক্যাডারের চৌকস কর্মকর্তা মাসুদ রানা প্রথমে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি হিসেবে দায়িত্ব পালন শেষে বানিয়াচং উপজেলার ইউএনও হিসেবে যোগ দেন। এর আগে সদর থানার এসিল্যান্ড হিসেবে তিনি পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবাগত ইউএনও মাসুদ রানা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলায়। তিনি এ প্রতিনিধিকে জানান, খুব সুন্দরভাবে পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংকে পরিচালনা করতে চান। এ ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সকল শ্রেণিপেশার মানুষদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, ইউএনও মো. মামুন খন্দকার পদোন্নতিজনিত কারণে বানিয়াচং থেকে বদলি হয়েছেন। তিনি শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে সম্প্রতি যোগ দেন।