Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট ও বাহুবল উপজেলা ইয়েলো জোন ॥ নিয়ন্ত্রন করা হবে যানচলাচলসহ বিভিন্ন বিষয়ে

আজিজুল ইসলাম সজিব ॥ চুনারুঘাট ও বাহুবল উপজেলা ইয়েলো জোন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার এ সংক্রান্ত একটি পত্র জেলা স্বাস্থ্য বিভাগের নিকট প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, সর্বশেষ ১৪ দিনের আক্রান্তের হিসেব করে এ জোন ভাগ করা হয়েছে। সর্বশেষ ১৪ দিনে চুনারুঘাট উপজেলায় ২১ জন এবং বাহুবল উপজেলায় ৮ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এখন এসব এলাকায় ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, ইয়েলো জোনে অনেক কিছুই নিয়ন্ত্রিত হবে। এখানে শুধু ভারি যানবাহন চলাচল করবে। কিন্তু সিএনজি অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো একজনের বেশি যাত্রী বহন করতে পারবেনা। কলকারখানাগুলোতে মোট শ্রমিকের ৫০ শতাংশের অধিক কাজ করতে পারবেনা। এমন অনেগুলো নির্দেশনাই রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখনও পর্যন্ত ২৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মাঝে মারা গেছেন শিশুসহ ৪ জন। দুইজন সরকারি কর্মচারী রয়েছেন। সুস্থ্য হয়েছেন ১৫৭ জন। মৃত ৪ জনের একজন চুনারুঘাট, দুইজন সদর এবং একজন মাধবপুর উপজেলার বাসিন্দা। সর্বশেষ ১৪ দিনের হিসেব অনুযায়ী চুনারুঘাটে ২১ এবং বাহুবলে ৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে এ দুই উপজেলা ইয়েলো জোন ঘোষণা করা হয়েছে। বাকি ৭টি উপজেলা গ্রীন জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।