Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট ইউএনও’র নাম্বার ক্লোন ॥ সর্তক থাকার আহবান

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে। তিনি সাংবাদিকদের এবিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৩জুন) সকাল ৯টায় উপজেলার চন্দ্র মল্লিকা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাতেন কে ইউএনও’র ০১৭১২-১৪৯৩০২ নাম্বার থেকে ফোন করে ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার দেয়া হবে জানিয়ে ৯ হাজার ১শত টাকা দাবি করে প্রতারকরা। প্রধান শিক্ষক আব্দুল বাতেন তৎক্ষনাৎ উপজেলা পরিষদে যোগাযোগ করলে ইউএনও জানতে পারেন তার নাম্বার ক্লোন করা হয়েছে।
জানা যায়, ইদানীং জেলা সহ উপজেলার সরকারি কর্মকর্তা ও অফিসিয়াল নাম্বারসহ জনপ্রতিনিধিদের নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। প্রতারক চক্রটি সক্রিয় হয়ে সরকারি কর্মকর্তা ও অফিসিয়াল নাম্বারসহ জনপ্রতিনিধিদের নাম্বার ক্লোন করে সাধারণ মানুষদের নিকট থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে অর্থ হাতিয়ে নিচ্ছে। শনিবার সকাল ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম “উপজেলা প্রশাসন চুনারুঘাট” এই ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে চুনারুঘাট উপজেলাবাসীকে সতর্ক থাকা এবং কোনরূপ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে। স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয় – সরকারি কর্মকর্তা ও অফিসিয়াল নাম্বারসহ জনপ্রতিনিধিদের নাম্বার থেকে ফোন করে কেউ যদি অর্থ দাবি করে সাথে সাথে চুনারুঘাট ইউএনও’র ০১৭১২-১৪৯৩০২ এই নাম্বারে যোগাযোগ করার আহবান জানান।