Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ত্রাণ বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ত্রাণ বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। চলমান কার্যক্রমের অংশ হিসেবে বুধবার তিনি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে অস্বচ্ছলদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন। পাশাপাশি সকলকে করোনা ভাইরাস মোকাবিলায় করণীয় শীর্ষক প্রচারণা করেন।
এ সময় ৪শ’ জন উপকারভোগীকে ১০ কেজি করে সরকারি চাল এবং ২শ’ জনকে প্রদান করা হয় ৩০ কেজি করে ভিজিডি’র চাল। গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সদর উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণের প্রাক্কালে এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বর্তমান সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সকলের পাশে রয়েছেন এবং থাকবেন। তারই নেতৃত্বে আমরা আপনাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি। করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।