Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ মাস্ক ব্যবহার এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় অর্থদন্ড

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শহরের বিভিন্ন জায়গায় মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান খানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হয়। এসময় বিভিন্ন পথচারী, মোটরসাইকেল অভিযান চালায় এবং টমটমকে চালক ও যাত্রীকে সাবধানতার পাশাপাশি জরিমানা করা হয়।
গতকাল বুধবার (১০জুন) দুপুরে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য জনসাধারণের মাঝে সচেতনতার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় সাধারণ মানুষের পাশাপাশি টমটম এবং মোটরসাইকেল আরোহীরা মাস্ক ব্যবহার না করা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ৫টি মামলা দায়ের এবং ২ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। কালিবাড়ী ক্রসরোড মোড় এবং তার আশপাশ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান খান।
হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।