Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নতুন করে শিশুসহ ৩ জন করোনায় আক্রান্ত

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এবার ২ বছরের শিশুসহ করোনায় শনাক্ত হয়েছেন আরো ৩ জন। এরমধ্যে শিশুসহ ২ জনের বাড়ী নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাও গ্রামে। অপর জন করগাও ইউনিয়নের মুক্তাহার গ্রামে। এরা ৩ জনই ঢাকা ফেরত বলে জানা গেছে। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২২ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৮জন। এমনটাই জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।
এ পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৭৫ জনের। এরমধ্যে করোনা পজিটিভ আসে ২২জনের। বাকি ৩৬০ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। অন্যান্যদের রিপোর্ট এখনও আসেনি। করোনা সন্দেহ ব্যক্তিদের নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এদিকে বাজার ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত না মেনে দোকানের অর্ধেক সাটার ফেলে ব্যবসা করছেন অধিকাংশ ব্যবসায়ী। দোকান গুলোর সাটার বন্ধ করে ব্যবসা করার ফলে নবীগঞ্জ শহরে বেড়েছে সাধারণ মানুষের ভিড়। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ঈদের বাজার করতে শহরে ছুটছেন মানুষ জন। এতে করে করোনা আতঙ্কে রয়েছেন নবীগঞ্জ পৌরবাসীসহ উপজেলার মানুষ। সীমিত পরিসরে দোকানপাট খোলার অনুমতি থাকলেও বাজার ব্যবসায়ীরা দোকান না খোলা সিদ্ধান্ত নিয়ে ছিলেন।
অপরদিকে স্বাস্থ্য বিধি নামানার কারনে ব্যবসায়ী পথচারী ব্যক্তিদের জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দিচ্ছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন।