Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে করোনায় আক্রান্ত গর্ভবতী স্বাস্থ্যকর্মী মহিলার সন্তান প্রসবের পর মৃত্যু

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ করোনা উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী মহিলার সন্তান প্রসবের কিছুক্ষনের মাঝেই নবজাতকের মৃত্যু। সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষ ওই স্বাস্থ্যকর্মী মহিলার নমুনা সংগ্রহ করে রিপোর্টে করোনা পজেটিভ আসে। করোনা পজেটিভ থাকার কারনে স্বাস্থ্যকর্মী মহিলার নব-জাতক শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ডাক্তারা। খবরটি নবীগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দেয়। এদিকে ওই বাড়িসহ আশপাশের বাড়িঘরকে লকডাউন করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রের সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নবীগঞ্জ পৌর এলাকার কেলি কানাইপুরের বাসিন্দা জনৈক স্বাস্থ্যকর্মী বুধবার (২০ মে) সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ডেলিভারীর কিছুক্ষনের মধ্যেই নবজাতকের মৃত্যু ঘটে। মৃত নব-জাতক শিশুর মায়ের করোনা উপসর্গ লক্ষণ আছে কি-না, তা পরীক্ষার জন্য তাৎক্ষনিকভাবে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে উক্ত স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ আসে। এতে ধারনা করা যাচ্ছে, করোনা পজেটিভ থাকার কারনে ডাক্তাররা সন্তান প্রসবের পর মৃত্যু ঘটে। ডাক্তাররা ধারণা করছেন মায়ের করোনা পজেটিভ থাকার কারনেই নব-জাতক শিশুর মৃত্যুর কারন হতে পারে। স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রিয়াংকা পাল চৌধুরী। এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত সংখ্যা ১৯ জন। টিএইচও ডাঃ আব্দুস সামাদ জানান, বিষয়টি জানার পর স্বাস্থ্যকর্মীর পরিবারের লোকজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে।