Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ সুরক্ষা বুথের উদ্বোধন

কাউছার আহমে রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমের রোগী কল্যাণ সমিতির সৌসজন্যে কোভিড-৯ সুরক্ষা বুথ এর উদ্বোধন করা হয়েছে।
১৬ মে দুপুর দেড়টায় এর উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুঃ আবু নাহিদ, সমাজ সেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী এবং শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, এই বুথের মাধ্যমে হাসপাতালে আগত জ্বর, সর্দি, কাশির রোগীদের প্রয়োজনবোধে শারীরিক পরীক্ষা করা সম্ভব হবে।
তবে এখনো সাধারণ অসুস্থতায় রোগীদের হাসপাতালে এসে চিকিৎসাসেবা নিতে নিরুৎসাহিত করা হচ্ছে। কারণ হাসপাতালে আগত নানাবিধ রোগীর মাধ্যমে খুব সহজে রোগাক্রান্ত হতে পারেন। প্রয়োজনবোধে হাসপাতালের মোবাইলে চিকিৎসাসেবা নিতে পারবেন।