Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফ্রান্সে করোনায় বাহুবলের দোলনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ মরনব্যাধী করোনা আক্রান্ত হয়ে ১৮ দিন জীবনের সাথে যুদ্ধ করে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হবিগঞ্জের বাহুবলের মো. ইফতেখার আহমেদ দোলন। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় ভোর পৌণে ৬টায় করোনা আক্রান্ত হয়ে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি। দোলন বাহুবল উপজেলার দীননাথ ইন্সটিটিউশন, সাতকাপন মডেল হাই স্কুলে শিক্ষকতা করেছেন।
তার ভায়রা আয়ারল্যান্ড প্রবাসী শামীম আহমেদ জানান, ২০ মার্চ ইফতেখার আহমেদ দোলনের মরণব্যাধি করোনা ভাইরাসের উপসর্গ ধরা পরেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। পরবর্তীতে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেইন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শোয়াইব আহমেদ খানের উদ্যোগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইফতেখার আহমেদ দোলনের দাফনের ব্যবস্থা করা হয়। দাফন কাজে ব্যয় হয় প্রায় ৪ লাখ টাকা। এ টাকা বাংলাদেশ সরকার বহন করে। এ জন্যে মরহুমের পরিবার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
মরহুম ইফতেখার আহমেদের দাফনের সার্বিক তত্বাবধানে যারা জড়িত ছিলেন তাদের সকলের প্রতি মরহুমের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী শারমিন শাম্মী কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।