Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় কৃষি কর্মকর্তাসহ ২ জন নিহত

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা নিতাই পদ দাস হাজরা সহ দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুরের দিকে এই দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় মহাসড়কের লামুয়া এলাকায় মৌলভীবাজারগামী চালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪৪৬৯) শ্রীমঙ্গলগামী সিএনজিকে (অটো রিকশা) (মৌলভীবাজার-থ ১১৪৪২৬) ধাক্কা দিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে পিকআপটি থেমে যায়। পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা যাত্রী মধ্যে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন গুরুতর আহত হয়। পরে চালকসহ দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে যাত্রী আরেকজন মারা যায়। চালক রুমেলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে মৃত ব্যক্তির পাশে একটি আইডি কার্ড পাওয়া যায়। সেখানে তার নাম নিতাই পদ দাস হাজরা লিখা রয়েছে। পরে আমরা জানতে পারি তিনি শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা নিতাই পদ দাস হাজরা। তিনি আরও বলেন, আরেকজন যাত্রী মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যায় তবে তার নাম পরিচয় পাওয়া যানি। দূর্ঘটনার পর চালক পিকআপ রেখে পালিয়ে গেছে।