Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করোনা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শ্রেণি পেশার মানুষকে সাধুবাদ-মোতাচ্ছিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, বর্তমান মমতাময়ী প্রধানমন্ত্রী বিশ্বমহামারী করোনা মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই কঠিন পরিস্থিতিতে অসীম সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শ্রেণি পেশার মানুষকে সাধুবাদ জানান।
মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে ডিজিটাল পদ্ধতিতে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধিভাতা জনগনের হাতে তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। দুপুরের দিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ভাদৈ গ্রামের গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে সামর্থ্য অনুযায়ী খাদ্যসামগ্রী পৌছে দেন উজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
পরে একই ইউনিয়নের বহুলা গ্রামের গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন। বেলা ১টার দিকে হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের রবিদাস পাড়ায় গৃহবন্দি, কর্মহীন মানুষের হাতে তুলে দেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
বেলা প্রায় ২ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম জরুরীসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সুন্দরবন কোরিয়ার সার্ভিস এর স্টাফদের সামর্থ্য অনুযায়ী উপহার প্রদান করেন। পরে ৩টার দিকে নসরতপুর এতিমখানায় বিশিষ্ট ব্যবসায়ী আফজাল আহমেদ এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।