Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পিকআপে গাঁজার চালান গ্রেফতার ৩

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পিকআপে করে কৌশলে গাঁজার চালান পাচারকালে তিন মাদকব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা তেলিয়াপাড়া পুলিশ ফাড়ি এলাকায় পুলিশ ব্যরিকেট দিয়ে ত্রীপল দিয়ে বডি ডাকা একটি পিক আপ আটক করে। অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্বার করা হয়। এসময় পিকআপে থাকা তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকার কদর আলীর ছেলে সোহেল মিয়া (৩০), মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হামাইল গ্রামের সালাম শেখের ছেলে লাভলু শেখ ওরফে তাজুল ইসলাম (৩৫) ও বাকেরগঞ্জ উপজেলার মঙ্গলসিং গ্রামের শহিদ আওলাদারের ছেলে হাছান হাওলাদার (২৫)। তেলিয়া পাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া পুলিশ ফাড়ি এলাকায় দ্রুত একটি চেকপোষ্টে বসানো হয়, ব্যরিকেট দিয়ে চুনারুঘাটের দিক থেকে গাঁজার চালান নিয়ে আসা পিকআপটি আটক করে ত্রিপল দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ কেজি গাঁজা সহ উল্লেখিত তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার কর করা হয়। করোনা ভাইরাসের কারণে রাস্তায় গনপরিবহন চলাচল বন্ধ থাকায় রাস্তাঘাট পাকা পেয়ে পন্যবাহী ট্রাক ও পিকআপ কে ব্যবহার করে দ্রুত গন্তব্যে পৌছে যাচ্ছে মাদকের চালান। এর আগে লকডাউন চলাকালে সবজির ভিতরে করে মাদকপাচার কালে পাচারকারীসহ দুটি চালান আটক করে তেলিয়াপাড়া ফাড়ি পুলিশ।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান গাজা গুলো পিকআপে করে নারায়নগঞ্জের সিদ্বিরগঞ্জে যাচ্ছিল। এব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মাধবপুর থানায় মামলা হয়েছে। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের কোটে প্রেরণ করা হয়েছে।