Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যথা সময়ে চাল বিতরণ না করায় কুর্শি ইউপি চেয়ারম্যান মুসাকে কারণ দর্শানোর নোটিশ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে গোডাউন থেকে ভিজিডির চাল উত্তোলন পূর্বক যথাসময়ে বিতরণ না করা ও ভিজিডির সঞ্চয়ের অর্থ যথা সময়ে ব্যাংক জমা প্রদান করার অভিযোগে তাকে কেন চুড়ান্ত ভাবে অপসারণ করা হবে তার কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ।
মঙ্গলবার (১২মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে গোডাউন থেকে ভিজিডির চাল উত্তোলন পূর্বক যথাসময়ে বিতরণ না করা ও ভিজিডির সঞ্চয়ের অর্থ যথা সময়ে ব্যাংক জমা প্রদান করার অভিযোগে ইউপি চেয়ারম্যান মুসাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (খ) (ঘ) ধারার অপরাধে কেন চুড়ান্তভাবে অপসারণ করা হবেনা, এবিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।