Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফমার অচল ১২ দিন ধরে ১৮টি পরিবার অন্ধকারে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামে ঝড়ের কবলে পড়ে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় ১৮টি পরিবার ১২ দিন ধরে অন্ধকারে রয়েছেন। ভুক্তভোগী লোকজন পল্লীবিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসে যোগযোগ করেও॥কোন সুফল পাচ্ছে না।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন বিদ্যুতের খুটির ট্রান্সফরমার থেকে ওই গ্রামের ১৮টি পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। গত ৮ মে বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড়ের কবলে পড়ে ট্রান্সমিটারটি বিকল হয়ে পড়ে। পরদিন ভূক্তভোগী লোকজন নবীগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বিদ্যুৎ কর্তৃপক্ষ দেই দিচ্ছি বলে কালক্ষেপন করতে থাকেন। গতকাল রবিবার সকালে লোকজন তাদের ট্রান্সফরমারটি সচল করতে পুনরায় বিদ্যুৎ অফিসে গেলে ট্রান্সফরমারটি মেরামত করতে ১৫ হাজার টাকা খরচ হবে বলে জানান। কিন্তু মোটা অংকের টাকার কথা শোনে অপরাগ গ্রাহকরা হতবাক হয়ে পড়েন। তাই কবে তাদের ট্রান্সফরমারটি সচল হয়ে পুনরায় তার বিদ্যুতের আলো দেখতে পাবেন সেই অপোয় রায়েছেন তারা।