Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে আওয়ামী লীগের ইফতারের ২ লাখ টাকায় ২ হাজার ওএমএস কার্ডধারীর চালের টাকা পরিশোধ

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সহস্রাধিক নেতাকর্মীর জন্য আয়োজন করে ইফতার মাহফিল। দলের জেলার নেতৃবৃন্দ এই মাহফিলের জন্য ২ লাখ টাকা ব্যয় করে থাকেন। এবার ইফতার মাহফিল না করে ওই টাকা দিয়ে হবিগঞ্জ পৌরসভার বিশেষ ওএমএস কার্ডধারী ২ হাজার লোকের চালের টাকা দেয়া হয়েছে। ফলে ওই ২ হাজার লোক ১০ কেজি করে ১০টাকা দরের চাল বিনামূল্যে গ্রহণ করেছে।
বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের ৫টি পয়েন্টে ওএমএস ডিলারদের হাতে চালের এই টাকা তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক সম্পাদক এডভোকেট আপিল উদ্দিন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মোস্তফা কামাল আজাদ রাসেল, পৌর কাউন্সিলার জাহির উদ্দিন ও আলমগীরে হোসেনসহ দলের নেতৃবৃন্দ।
এর আগে দুই কিস্তিতে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির প্রধানমন্ত্রীর পক্ষে তার ব্যক্তিগত তহবিল থেকে ৪ হাজার লোকের জন্য ৪ লাখ টাকা পরিশোধ করেন। এনিয়ে তার উদ্যোগে ৬ হাজার অস্বচ্ছল মানুষ পেলেন বিনামূল্যে বিশেষ ওএমওস এর চাল। রমজান মাস জুড়ে এই সহায়তা অব্যাহত থাকবে জানিয়েছেন তিনি। জেলা শহরের বাহিরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায়ও এই কার্যক্রম গ্রহণ করা হবে।