Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে চা বাগানের চিকিৎসক করোনা আক্রান্ত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা চাবাগানের চিকিৎসা শওকত আলী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ঢাকা সিএমএস হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ১মে ওই চিকিৎসকের শারিরিক সমস্যা দেখা দিলে তিনি সেচ্ছায় সিএম এস হাসপাতালে যান। সেখানে তার নমুনা সংগ্রহ করা হলে করোনা পজেটিভ আসে। বুধবার বিকালে চিকিৎসের সংস্পর্শে থাকা ১২জন ষ্টাফসহ ১৯ পরিবার কে হোম কোয়ারন্টাইন থাকার পরামর্শ দেয়া হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তাফা জানান, উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে বাগানে গিয়ে চিকিৎসকের পরিবার ও ষ্টাফসহ ১৯টি পরিবার কে কোরেন্টাইন মেনে চলতে বলা হয়েছে। চা বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, সুরমা চা বাগান পরিচালিত হাসপাতালের চিকিৎসক শওকত আলীর বাইপাস সার্জারী করা। তিনি সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত চিকিৎস, গত ১মে জ্বরসহ অসুস্থতা বোধ করলে সেচ্ছায় সিএমএইচ এ যান চিকিৎসার জন্য। নমুনা সংগ্রহ করে করোনার পরিক্ষা করালে পজেটিভ ধরা পড়ে। মাধবপুর স্বাস্থ্য কর্মকর্তা এইচ এম ইশতিয়াক মামুন বলেন, স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়নি। যে কারণে আমাদের কাছে কোন রিপোর্ট নেই। তিনি সেচ্ছায় পরিক্ষা করিয়েছেন। চা বাগানের লোকদের কাছ থেকে শুনেছি তার করোনা পজেটিভ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, বাগান কর্তৃপক্ষের কাছ থেকে অবগত হয়ে চা বাগানে করোনা সংক্রমন রোধে সতর্কতার জন্য চিকিৎসকের সংস্পর্শে আসা ষ্টাফসহ ১৯টি পরিবার কে কোয়ারেন্টাইন মেনে চলতে বলা হয়েছে।