Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে আরো ১৩জন করোনা আক্রান্ত ॥ জেলায় আক্রান্ত ৮৯ জন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৫ পুলিশ, ৩ স্বাস্থ্যকর্মী সহ নতুন করে আরো ১৩জন করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গরবার দুপুরে ঢাকা আইইডিসিআর থেকে এ রিপোর্ট হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগে প্রেরণ করা হয়েছে।
আক্রন্তাদের মধ্যে চুনারুঘাটের ৮ জন (ওসিসহ ৫ পুলিশ, ১ স্বাস্থ্যকর্মী), নবীগঞ্জ ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৩জন, বাহুবল ১ জন স্বাস্থ্যকর্মী, লাখাই ১ জন। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮৯ জন। দিকে জেলায় প্রথম করোনায় আক্রান্ত নারায়নগঞ্জের মাইক্রো চালক সুস্থ্য হয়েছেন। গতকাল মঙ্গলবারর তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ওসি, কর্মকর্তাসহ পুলিশের নমুনা প্রেরন করা হয় গত ২৩ এপ্রিল। দীর্ঘ ১৩দিন পর গতকাল তাদের রিপোর্ট প্রদান করা হয়। তাদের করোনার কোন উপসর্গ না থাকায় দীর্ঘ ১৩দিন ধরে আক্রান্তরা দায়িত্ব পালন করে গেছেন। সচেতন মহলের প্রশ্ন এ ১৩ দিনে ওই আক্রান্তের মাধ্যমে তাদের পরিবারসহ আর কতজন আক্রান্ত হয়েছে সে হিসাব কোথায় পাওয়া যাবে।