Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান করোনা আক্রান্ত ॥ কোন উপসর্গ নেই

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান করোনা আক্রান্ত হয়েছেন। ঢাকা ল্যাব থেকে তার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট রোববার সন্ধ্যায় জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, বর্তমানে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য সোমবার সকালে পূণরায় তার নমুনা আরও একটি ল্যাবে প্রেরণ করা হয়েছে। বিভিন্ন কারণে রিপোর্টটি জানাতে বিলম্ব হয়েছে। সূত্র জানায়, টেষ্টে রিপোর্ট পজেটিভ আসলেও জেলা প্রশাসকের কোন করোনা উপসর্গ নেই।
এর আগে করোনায় আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির।
সূত্রে জানা জানায়, গত ২৩ এপ্রিল জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকা আইইডিসিআর এ প্রেরণ করা হয়। সেখান থেকে রোববার সন্ধ্যায় তার পরিক্ষার ফলাফলে তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। আরও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য সোমবার আবারও অন্য একটি ল্যাবে তার নমুনা প্রেরণ করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ।