Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মেয়াদোত্তির্ণ ঔষধ ও উচ্চ মূল্যে মাস্ক, গ্লাভসসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিক্রি করায় হবিগঞ্জে ৪টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। রোববার দুপুরে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর শহরের বানিজ্যিক এলাকায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালায়। এসময় মোদক ফার্মেসীকে ২০ হাজার টাকা, মদীনা ফার্মেসীকে ৩০ হাজার টাকা, যমুনা ফার্মেসীকে ২০ হাজার টাকা ও ওরিয়েন্টাল ফার্মেসীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে ফার্মেসী মেয়াদোত্তির্ণ ঔষধ, করোনার অজুহাতে বিভিন্ন মাস্ক, পিপিই, গ্লাভস ইত্যাদি সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অপরদিকে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত না হওয়ায় ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ৩৮ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ২৩টি মামলাও দায়ের করা হয়।