Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে আল আমিন সিএনজি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

কিবরিয়া চৌধুরী ॥ মাধবপুরে সরকারি আদেশ অমান্য করে গণপরিবহনে গ্যাস সরবরাহ করায় আল আমিন সিএনজি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে নয়াপাড়া এলাকায় অবস্থিত আল আমিন সিএনজি ফিলিং স্টেশন সরকারি আদেশ অমান্য করে জ্বালানি সরবরাহ করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, নিষেধাজ্ঞা দেয়ার পরও আল আমিন সিএনজি ফিলিং স্টেশন অতিরিক্ত টাকা নিয়ে গণপরিবহনে জ্বালানি সরবরাহ করে আসছে। এরই প্রেক্ষিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে অর্থদন্ড করা হয়।
তিনি আরও জানান, এর আগে ৯ এপ্রিল থেকে কৃষি কাজ, আইন শৃঙ্খলা ও জরুরি চিকিৎসা সেবায় ব্যবহৃত পরিবহন ছাড়া কোন গণপরিবহনে জ্বালানি সরবরাহ করা যাবে না এই মর্মে নির্দেশনা জারি করা হয়। কেউ আইন না মানলে জরিমানা করা হচ্ছে এবং পাম্পগুলাের প্রতি কঠোর নজরদারি রয়েছে।