Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ থেকে পাচারকালে সরাইলে ৫৬ কেজি গাজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা পাচারকালে র‌্যাব-১৪ সরাইলে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন বাজার (বাগবাড়ী) গ্রামের আব্দুল আউয়াল এর পুত্র মোঃ মোশারফ হোসেন (২৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার কুটিনগর (রাজপুর) গ্রামের মোঃ আমির হোসেনের পুত্র মোঃ আলমগীর (২২)। এ সময় গাজা বহনকারী পিকআপ ভ্যান আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপে করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১৪ এর গোয়েন্দা নজরদারী শুরু করে। র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বুধবার দুপুরে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাবাজপুর ব্রীজ এলাকায় যানবাহনে তল্লাশী শুরু করে। বেলা সোয়া ২টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা হতে গাঁজা বহনকারী নীল-হলুদ রংয়ের পিকআপটি (নং ঢাকা মেট্রো-ন-১৫-১৪১৬) গতিরোধ করে তল্লাসী শুরু করে। এ সময় ওই পিকআপ থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পাচারকারী মোঃ মোশারফ হোসেন (২৫) ও মোঃ আলমগীর (২২) কে আটক করা হয়। তাদের নিকট থেকে মাদক বিক্রর নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও আটক পিক আপের আনুমানিক মূল্য ২১ লাখ ৮৬ হাজার টাকা। গাঁজা, পিকআপসহ আটককৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।