Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিউইয়র্ক ॥ বাচ্চার দুধ কিনে আনতেও ভয় লাগে

কাউসার সমীর, নিউইয়র্ক থেকে ॥
বাচ্চাদের জন্য পাশের দোকান থেকে এক গ্যালন দুধ কিনতে ভয় লাগে। অদৃশ্য শত্রুর কবলে লন্ডভন্ড শক্তিশালী আমেরিকা।”
শুরুতেই অদৃশ্য শত্রু চাইনিজ ভাইরাসকে এই দেশের সরকার ও জনগণ কেউই গুরুত্ব দেননি। আর সেই কারণে আজ করোনায় আক্রান্ত প্রায় ১০ লাখের কাছাকাছি। যদিও সুস্থ্য হয়েছেন ১ লাখ ৫ হাজার। কিন্তু মারা গেছেন প্রায় ৬০ হাজার।
বিভিন্ন অঙ্গরাজ্যে তাৎক্ষণিক হাসপাতাল তৈরী করার পরও হাসপাতাল গুলোতে রোগীদের স্থানের অভাব। তাই টেষ্টে রোগীদের পজেটিভ হওয়া স্বত্তেও গুরুতর অবস্থা না হলে জায়গার অভাবে কাউকে হাসপাতালে রাখছেনা। কেউ কেউ বাসায় ঘরোয়া চিকিৎসা করে ভাল হচ্ছেন। কিছু লোকের শ্বাস-প্রশ্বাসের কষ্ট বেড়ে গেলে হাসপাতালে যাবার জন্য এ্যাম্বুল্যান্স কল দেয়, সেই অ্যাম্বুল্যান্স আসতেও কয়েক ঘন্টা সময় লাগে।
এই অবস্থায় হাসপাতালে পাঠিয়ে স্বজনেরা অপেক্ষায় থাকেন কখন যে মৃত্যু সংবাদ আসে ! অপরিচিত নাম্বার থেকে মোবাইলে কল দেখলেই রোগীর স্বজন ও প্রিয়জনেরা চমকে উঠেন এবং কল রিসিভ করতে ভয়ে-আতঙ্কে কেউ কেউ নিস্তেজ হয়ে যান।
এই দিকে শুধু আমাদের নিউইয়র্কেই আক্রান্ত প্রায় ৩ লাখ। ২ শতাধিক বাংলাদেশী সহ মৃত্যু প্রায় ২২ হাজার। বিশেষ করে নিউইয়র্কবাসী আমরা প্রায় ৯৫ ভাগ মানুষ স্বেচ্ছায় গৃহবন্দি। আমি নিজেই প্রায় দেড় মাস যাবত বন্দি। মাঝে মধ্যে বাচ্চাদের জন্য বাসার পাশের গ্রোসারী থেকে এক গ্যালন দুধ কিনে আনতেও ভয় লাগে।
এই অবস্থা চলতে থাকলে আমেরিকায় মৃত্যুর সংখ্যা কত লাখে দাঁড়াবে ? তাহা ধারণা করা অতীব কঠিন।