Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য হাট বাজার স্থানান্তর

আবুুল কাসেম, লাখাই থেকে ॥ করোনা ভাইরাস মোকাবেলা অধিক সতর্কতার অংশ হিসাবে গনসচেনতার সৃষ্টির এবং সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষ্যে বাজারগুলো স্থানান্তর করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান বাজারগুলো নিকটবর্তী খোলা জায়গায় সরানোর নির্দেশ দিয়েছেন। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার বলেন, উপজেলার যেকয়টি বড় হাট বাজার রয়েছে সেখানে জনসমাগম বেশী হওয়ায় সামাজিক দুরত্ব বজায় থাকছে না। এ অবস্থায় ওই বাজারগুলো নিকটবর্তী খোলা জায়গায় নিদিষ্ট দুরত্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান বসানো এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দকে নিয়ে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর মধ্যে বুল্লা বাজারের কাঁচা বাজার ও মাছ বাজার সিংহগ্রামের গোপাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও সেনাবাহিনীর মেজর মোরশেদ গতকাল বুধবার স্থানান্তর করে দেন।