Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ধান কাটা শ্রমিক সংকট নেই ॥ সুনামগঞ্জে পাঠানো হয়েছে ৩শ’ জন- জেল প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কোথাও বোরো মৌসুমে ধান কাটার শ্রমিকের কোন সংকট নেই। সংকট থাকায় ইতিমধ্যে এখান থেকে ৩শ’ জন শ্রমিককে সুনামগঞ্জ জেলায় পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের ৩টি গ্রুপে ভাগ করে পাঠানো হয়। এ কথা জানিয়েছেন জেল প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, এ জেলায় প্রতিটি ইউনিয়নে শ্রমিকদের তালিকা তৈরী করা হয়েছে। অনেকেই আগে রিকশা চালাতেন, হালকা যানবাহন চালাতেন। তাদের যেহেতু কাজ নেই, তাই তাদেরকেও ধান কাটার কাজে লাগানো হচ্ছে। এতে তারা একদিকে সরকারি ত্রাণ পাচ্ছেন। অন্যদিকে শ্রমিক হিসেবে তার মজুরীও পাচ্ছেন। তাকে বসে থাকতে হচ্ছেনা। এভাবেই শ্রমিকের সংকট নিরসন করা হয়েছে। কোন কৃষক ধান কাটার জন্য শ্রমিক না পেলে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনে যোগাযোগ করলেই সেখানে শ্রমিক পাঠিয়ে দেয়া হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তিরও কোন কারণ নেই। তবে এ সুযোগ কাজে লাগিয়ে অনেকেই মোবাইল ফোনে বিভ্রান্তি ছড়ানোর জন্য শ্রমিক চান। কিন্তু পরবর্তীতে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি আর ফোন ধরেননা। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে। ত্রাণ এবং শ্রমিক নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।