Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করোনা সংক্রমণের ঝুঁকির মাঝেও মাধবপুরে মাদক পাচারকারী চক্র সক্রিয়

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ফাড়ি পুলিশ অভিযান চালিয়ে দু’টি পিকআপ ভ্যান আটক করে বিপুল পরিমান ভারতীয় গাজা উদ্ধার ও পাচারের সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিম সূত্রে জানা যায়, সোমবার তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১০ কেজি গাজা উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোপালগঞ্জ জেলার মকসুদপুরের নুরুজ্জামান সর্দারের ছেলে বিপ্লব, কুমিল্লার লালমাইর আব্দুল মজিদের ছেলে বাহার মিয়া। এর আগে নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে টমেটো ভর্তি একটি পিকআপ থেকে ৬০ কেজি গাজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকপাচারকারীরা সটকে পড়ে।
তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এব্যাপারে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তিনি বলেন, আমরা পুলিশ সুপারের নির্দেশ মাদককের ব্যাপারে জিরো টলারেন্স। বর্তমানে করোনার কারনে পুলিশের সামাজিক দায়িত্ব অনেক বেড়ে গেছে। এরপরও মাদক পাচাররোধে আমরা সক্রিয়। পুলিশ তৎপরতার মধ্যে পাচারকারীরা কৌশল পাল্টে ফেলে।
মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন বলেন, মাদকের ব্যাপারে আমরা সর্তক। কাউকে ছাড় দেয়া হবে না। করোনা ভাইরাস সংক্রমণ বোধে পুলিশ ব্যস্ত থাকার সুযোগে মাদক পাচারকারী তৎপর হয়ে উঠেছে। সবজির সাথে মাদক প্রচারের একটি নতুন কৌশল।