Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পাসের হার এসএসসিতে ৮৫.১৭% দাখিলে ৮৮.৯১% জিপিএ-৫ পেয়েছে ৭৭জন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১ হাজার ৯৮৯ জন অংশ গ্রহন করে ১ হাজার ৬৯০ জন উত্তীর্ণ হয়েছে। এ প্লাস পেয়েছে ৪১ জন। এতে পাসের হার দাড়িয়েছে ৮৫.১৭%। এছাড়া ১৬টি মাদ্রাসার ৫৪১ জন পরীক্ষার্থীর অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৮১ জন। এ প্লাস পেয়েছে ৩৬ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৮৮.৯১%। এছাড়া নবীগঞ্জে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ে ছিল। এ প্রতিষ্টান থেকে ১১৭ জন অংশ নিয়ে ১১১ জন উত্তীর্ণ হয়েছে। এ প্লাস পেয়েছে ২ জন। পাসের হার ৯৪.৮৭%। শিক্ষা অফিস সুত্রে প্রাপ্ত ফলাফলে দেখা যায় গত বছরের চেয়ে এ বছরের ফলাফল নবীগঞ্জ উপজেলায় এ বছর আশানুরূপ কম হয়েছে এবং এ প্লাসও কম পেয়েছে। অনেক ছাত্রছাত্রীরাই এ প্লাস না পাওয়ায় তাদের অবিভাবকদেরকে বিষন্ন দেখা গেছে।
উল্লেখ্য, নবীগঞ্জ শহরে অবস্থিত নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় কোন এ প্লাস না পেলেও হিরা মিয়া গার্লস হাই স্কুল ৪টি এ প্লাস এবং গয়াহরি সড়কে হোমল্যান্ড আইডিয়াল হাই স্কুল ৪টি এ প্লাস পেয়ে তাদের কৃতিত্ব ধরে রেখেছে।