Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে অনাহারি ভুমিহীন, বিধবার ফোন পেয়ে খাবার পৌছে দিলেন জেলা প্রশাসক

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে অনাহারি, বিধবার ফোন পেয়ে এক ঘন্টার মধ্যে বস্তা ভর্তি খাদ্যসামগ্রীর পৌছে দিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের ভুমিহীন, বিধবা, জুহুরা বেগমের ১০ সদস্যের সংসার। করোনার প্রভাবে তার ছেলেরা কর্মহীন, হয়ে পড়ায় চুলোয় আগুন ঝলছে। কয়েক দিন ধরে খেয়ে না খেয়ে চলছেন। দু’দিন ধরে ঘরে চাল, আটা, খাদ্য সামগ্রী শুন্য। ছোট নাতি নাতনি, খেতে চাইছে। কিন্তু খাবার দিতে পারছিলেন না। উপায়ান্তর না দেখে আজ সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের মোবাইলে ফোন করেন বিধবা জহুরা। কল করতেই ধরেন জেলা প্রশাসক। জহুরা তার পরিবার নিয়ে অনাহারে থাকার বিষয়টি জানিয়ে কাদতে থাকেন। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাসতারাণ জানান, জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে আমরা দ্রুত মোটর সাইকেল যোগে অনাহারি জহুরার পরিবার কে চাল, ডাল, আলু তেল ভর্তি বস্তা তার বাড়ি উত্তর সুরমা গ্রামে এক ঘন্টার মধ্যে পৌছে দেই। জহুরা জানান, জীবনে কল্পনা করি না ডিসি স্যার ফোন ধরবেন। আবার তড়িৎ খাদ্যে বস্তা বাড়িতে পৌছে দিয়েছেন। জেলা প্রশাসকের খারারের বস্তা পেয়ে তার দু’চোখ গড়িয়ে পানি বের হয়ে যায়। তিনি বলেন, সপ্তাহ আর খাবারের চিন্তা করতে হবে না, ছোট নাতি নাতনি কোন আপাতত খাবার জন্য কাঁদবে না। ১০ সদস্যের সংসার তার ভাল কাটছিল। করোনার কারনে সংসারের রোজগারি ছেলেরা কর্মহীন হয়ে পড়ে, যে কারনে ভুমিহীন বিধবা জহুরার সামনের দিন নিয়ে চিন্তা অন্ত নেই। জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী পেয়েই চুলোয় আগুন দেন জহুরা।