Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাতের আধাঁরে অভাবীদের ঘরে-চেয়ারম্যান সনজু চৌধুরী

চুনারুঘাট প্রতিনিধি ॥ রাতের আধাঁরে অভাবীদের ঘরে খাদ্যসামগ্রী নিয়ে প্রতিদিন ছুঠছেন চেয়ারম্যান সনজু চৌধুরী। করোনা ভাইরাস আতংকে সবাই যখন ঘরে বসে সময় কাটাচ্ছেন, ঠিক তখনই মধ্যবৃত্তদের খাদ্য সংকট দেখা দিয়েছে। গায়ের পোশাক ভাল হলেও ঘরে খাবার নেই কর্মহীন মধ্যবৃত্তের। মুখ লজ্জ্বায় বলতে না পারা অভাবী লোকদের মনের ভাষা বুঝে প্রতিরাতে-ই খাদ্যসামগ্রী নিয়ে দরজায় হাজির চেয়ারম্যান সনজু চৌধুরী।
প্রতিদিন রাতে খাদ্যসামগ্রীর পেকেট নিয়ে কোথায় যাচ্ছেন সনজু চৌধুরী। সে অনুসন্ধান করতে, পিছু নিলাম তার। দেখতে পেলাম এক মানবতা ও মানবসেবার দৃশ্য।
নাম প্রকাশ না করে, আহম্মদাবাদ ইউনিয়নের প্রায় গ্রাম থেকেই মধ্যবৃত্ত কয়েকজন জানালেন সনজু চৌধুরী রাতে তাদের কে চাউল, ডাল, তৈল, আলু, চিনি, লবন ও সাবান বিতরণ করছেন। সরকারী সকল সহায়তা বা অনুদানের সবটুকু তিনি ১২ জন ইউপি সদস্য ও ওয়ার্ড কমিটি’র মাধ্যমে বিতরণ করে দেন। এগুলো অতি দরিদ্রদের মাছে বন্টন করা হয়। আর ইউনিয়নের বনগাঁও, গোছাপাড়া, রাজার বাজার, বগাডুবি, কালিশিড়ি, গনশ্যামপুরসহ প্রায় গ্রামে খোজ-খবর নিয়ে নিজস্ব অর্থ্যায়নে মধ্যবৃত্তদের দোয়ারে খাদ্য সামগ্রি নিয় ছুঠে যান চেয়ারম্যান নিজে ব্যক্তিগত অর্থে।
এক প্রশ্নের জবাবে সনজু চৌধুরী বলেন-সামর্থ্যানুযায়ী মানুষের পার্শে দাড়িয়েছি। লোক দেখানো বা ছবি তোলার কি আছে। দেশের দুঃসময়ে মানুষের পার্শে দাড়ানো-ই তিনি এবাদত মনে করেন।
করোনা ভাইরাস সংক্রমনের শুরুতেই স্থানীয় সংসদ সদস্য বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশে তার নিজ এলাকায় ৪শ পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দেন।