Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে মসলায় বালু ও তুষ মিশানোর অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরী ও মসলার গুড়ায় বালু ও ধানের খোসার গুড়া মিশ্রণের দায়ে বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে জুনায়েদ আহমেদ এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মঙ্গলবার এ জরিমানা করেন।
সূত্র মতে, মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার সেনাবাহিনী, পুলিশ প্রশাসনসহ ত্রাণ বিতরণে
যাচ্ছিলেন। এ সময় পুটিজুরী এলাকার আহমেদপুর গ্রামের মৃত হীরা মিয়ার পুত্র জুনায়েদ আহমেদের মসলা তৈরীর কারখানা নজরে পড়ে। তখন তিনি এর গুনগত মান ফরখ করতে গিয়ে এতে ভেজাল দেখতে পান। জিজ্ঞাসাবাদে মসলায় বালু ও ধানের তুষ মিশানোর কথা জুনায়েদ স্বীকার করে। ফলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার জুনায়েদকে ১ লাখ টাকা জরিমানা করেন।