Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে করোনা সতর্কতা ॥ সামাজিক দূরত্ব বজায় রাখতে সরানো হল বাজার

মাধবপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে মাধবপুর পৌরসভার বাজার সরিয়ে মাধবপুর স্টেডিয়াম মাঠে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৮এপ্রিল) মাধবপুর স্টেডিয়ামে বসানো হল মাধবপুর পৌরসভার বাজার। মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাধবপুর পৌরসভা বাজারের ঠিকানা বদল করা হল। নির্দিষ্ট দূরত্বে বসানো মাধবপুর বাজারের সব্জি, শুটকি, পান সুপারি, মাছ সহ সব খোলাবাজার বসবে স্টেডিয়াম মাঠে। বাজার বসবে সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান, ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা আগের ঠিকানায় বাজারে পারস্পরিক দূরত্ব মানা হচ্ছিল না। বিষয়টি নজরে আসতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি সব্জি ব্যবসায়ীকে নির্দিষ্ট দূরত্বে বসতে দেওয়া হয়েছে। ঘাড়ের উপর নিঃশ্বাস আর ফেলতে দেওয়া হবে না। ক্রেতাদেরও বলা হয়েছে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এমনকী মাস্ক পড়াও বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও জানান, মাধবপুর বাজারের ফুটপাতে কোন প্রকার দোকান বসবে না। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।