Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দোকান অর্ধেক খোলা রেখে চলছে মিষ্টির ব্যবসা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দোকান গুলোতে নভেল করোনাভাইরাস সতর্কতায় নেই প্রয়োজনীয় কোনো ব্যবস্থা। এরই মধ্যে দোকান অর্ধেক খোলা রেখে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মিষ্টির ব্যবসা। অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে মিষ্টির হাড়ি। এই মহামারীতে দোকান মালিক ও মিষ্টির কারিগরদের অসচেতনতা দেখে সুশীল সমাজে দেখা দিয়েছে মিশ্র-প্রতিক্রিয়া। মিষ্টির মান নিয়েও উঠছে নানা প্রশ্ন? এদিকে প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে সকল প্রকার দোকানপাট। শুধুমাত্র ফার্মেসী ও নিত্যপ্রয়োজনীয় দোকান গুলো কিছুটা খোলা রয়েছে। জনসমাগম এড়াতে ও সাধারণ জনগনকে সতর্ক করতে কাজ করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। শহরজুড়ে রয়েছে টহল অব্যাহত। প্রশাসনের চোখ ফাকি দিয়ে কিছু অসাধু মিষ্টি ব্যবসায়ীরা আড়ালে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে নবীগঞ্জ শহরের মধ্যবাজারে অবস্থিত হোটেল এন্ড রেস্টুরেন্ট খোলা রেখে ব্যবসা করতে দেখা যায়। এসময় দোকানের ম্যানেজার ও স্টাফদের মধ্যে কেউই মাস্ক পড়েননি। একত্রিত হয়ে আড্ডা দিতেও দেখা গেছে। পুলিশ বা প্রশাসনের লোক দেখলেই সাঁটার ফেলে দেয়া হয়। এব্যাপারে জানতে চাইলে অনুরাগ হোটেল কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে অনিহা প্রকাশ করেন।