Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি ॥ ফসলের ব্যাপক ক্ষতি

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় উপর দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝড় ও শিলা বৃষ্টি বয়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন গ্রামে শতাধিক কাচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। শিলা বৃষ্টিতে ইরি বোর ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। দুপুর আড়াইটার দিকে হঠাৎ প্রচন্ড ঝড় ও সাথে শিলা বৃষ্টি শুরু হয়। প্রায় আধা ঘন্টা ঝড় ও শিলা বৃষ্টি উপজেলা সদরসহ, আদাঐর, শাহজাহানপুর, বুল্লা, ছাতিয়াইন, জগদীশপুর সহ প্রতিটি ইউনিয়নে আঘাত আনে। এতে শতাধিক কাচা ঘর, ক্ষতি গ্রস্থ হয়। ঢাকা সিলেট মহাসড়কের পাশে ও বিভিন্ন গ্রামে শতশত গাছপালা ভেঙ্গে গেছে। ঝড়ে অনেক এলাকায় বিদ্যুতের তার ছিড়ে ও কুঠি পড়ে বিদ্যুৎ সরবাহ বন্ধ রয়েছে এ উপজেলায়। বিদ্যুৎ ব্যবস্থা চালু হতে ৮/৯ ঘন্টা লাগতে পারে বলে একটি সুত্র জানায়। মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদুল ইসলাম জানান ঝড়ে ক্ষয় ক্ষতির ব্যপারে ইউনিয়ন পরিষদের চেয়াম্যানদের মা মাধ্যমে খবর নেয়া হচ্ছে।