Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করোনা আতঙ্কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল রোগী শুন্য

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস আতংকে রোগীশূন্য হয়ে পড়েছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। প্রতিদিন যেখানে শত শত রোগী ভর্তি হতেন, গত দুইদিন ধরে ৫/১০ জনের বেশি ভর্তি হচ্ছেন না। শহরবাসীর মাঝে এক ধরণের আতংক দেখা দিয়েছে যে, জ¦র, সর্দি, কাশি, গলা ব্যাথা হলেই করোনা রোগী। আর এসব উপসর্গ নিয়ে হাসপাতালে গেলেই সেই রোগীকে নেয়া হবে আইসোলেশনে। যে কারণে অনেক রোগীরাই জ¦ও, সর্দি, কাশিতে আক্রান্ত হলেও হাসপাতালে যাচ্ছেন না। সাধারণ ও গরীব রোগীদের অভিযোগ, শুধু মাস্ক আর গ্লাভস, আর তিনফুট দুরত্বে চলাচলের মাইকিং না করে রোগীদের মাঝে যে আতংক তৈরি হচ্ছে তা দুর করতে হবে। গতকাল সরেজমিনে সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, বিছানাগুলো খালি পড়ে আছে। যে বিছানাগুলো তিনদিন আগেও পরিপূর্ণ ছিলো। জরুরি বিভাগের ব্রাদার মোঃ ইসহাক মিয়া জানান, আগে প্রতিদিন তিন থেকে চারশত রোগী হাসপাতালে ভর্তি হতো। কিন্তু গত দুইদিন ধরে আতংকে ১০/১৫ জন রোগী চিকিৎসা নিতে আসেন কিন্তু কেউ ভর্তি হতে রাজি হচ্ছেন না।