Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ৫ ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ও উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারের ৫টি প্রাইকারী ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃস্পতিবার চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সত্যজিত রায় দাশ দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের সহকারি পরিচালক ৪টি পাইকারারি প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, করোনা ভাইরাসের কথা বলে বাজারে একদল অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মজুদ করে অধিক দামে বিক্রি করে। এই খবর পেয়ে উল্লেখিত বাজারের মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাইকারী প্রতিষ্ঠানের মালিকদের পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ক্রয়েরচেয়ে অধিক মূল্যে বিক্রির অপরাধে জরিমানা করা হয়। এছাড়াও মোবাইল কোর্টের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণের কর্তৃপক্ষ সাথে ছিলেন। তিনি আরও বলেন-বাজার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সব সময় আমাদের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।