Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের এক সপ্তাহ পরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। বাতিল করা হয়েছে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের সকল অনুষ্ঠানও। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ফলে অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, যদিও সংক্রমণের ঘটনা অত্যন্ত কম, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে। দেশের সকল পর্যায়ে, সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সব কোচিং সেন্টারও এ সময় বন্ধ থাকবে।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক বিদ্যালয়ও আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। ৩১ মার্চের পর পরিবেশ স্বাভাবিক হলে খুলে দেব।