Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে আগুনে পুড়ে সর্বশান্ত দুটি পরিবার

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসত ঘরসহ ঘরে থাকা নগদ টাকা, ছাগল ও হাস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে য়তির পরিমাণ কয়েক লাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১০টায় উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের হাবিব উল্লার পুত্র ছাও মিয়ার বসত ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখায় ছাও মিয়া ও তার ভাই নশা মিয়ার ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকা, মালামাল, ৩টি ছাগল ও হাস-মুরগি পড়ে যায়। খবর পেয়ে পাড়া প্রতিবেশী ও গ্রামের লোকজন এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের পুড়ে যাওয়া দুই পরিবারের লোকজন ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এদিকে বৃহস্পতিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের দেখতে যান বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল ও স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম। এ সময় তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।