Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রাথমিক চক্ষু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সমাজে অন্ধত্ব দূরীকরণ, প্রতিরোধ কর্মসূচীর আওতায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে শায়েস্তাগঞ্জে প্রাথমিক চক্ষু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ মার্চ সকাল সাড়ে দশটায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২য় তলায় সেমিনার রুমে বিএনএসবি চক্ষু হাসাপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদের সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা দেওয়ান রুহুল আমিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা প্রশাসন মোঃ এহছানুল মান্নান, আব্দুল হামিদ মাহবুব, শায়েস্তাগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ফাহিন হোসেন, মোঃ স্বপন মিয়া, শাকিল আহমেদ প্রমুখ শায়েস্তাগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলার ৬০ জন স্বাস্থ্য কর্মীকে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাঃ মোঃ শাহিন আহমেদ ও আব্দুল মান্নান। কর্মশালা শেষে ৬০ জন স্বাস্থ্যকর্মীদের হাতে বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে সনদ তুলে দেওয়া হয়।