Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী খুন থানায় মামলা ১ জন গ্রেপ্তার

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ঢাকা-সিলেট মহা সড়কের সৈয়দপুর বাজারস্থ খাঁন ম্যানশনের স্বর্ণ ব্যবসায়ী সুমন দেবকে পরিকল্পিত হত্যার অভিযোগে নিহতের বন্ধু সোহেলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে নিহতের পিতা জিতেন্দ্র দেব প্রকাশ জিতু দেব নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছে- বানিয়াচঙ্গের লঘু চৌধুরী পাড়ার জগদীশ চন্দ্র দেবের দুই পুত্র রতন চন্দ্র দেব ও মৃথন চন্দ্র দেব এবং মনোরঞ্জন ধর। এদিকে রবিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ এসআই মিজান ও আবুল কালাম আজাদের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের সহায়তায় এজহারভুক্ত আসামী মঞ্জু ধরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে ৩ মাস পূর্বে নিহত সুমন দেবের পরিবার বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নের লঘু চৌধুরী পাড়া থেকে পরিবার নিয়ে আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে চলে আসেন। সুমন দেব প্রায় মাস খানেক পূর্বে সৈয়দপুর বাজারস্থ হাজী আব্দুস ছত্তার খাঁন ম্যানশনে একটি দোকান ভাড়া নিয়ে স্বর্ণ রৌপ্যের ব্যবসা শুরু করে। সোমবার সন্ধ্যায় নিহত সুমন দেবের বন্ধু বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের ছালেক মিয়ার পুত্র সোহেল মোবাইলে যোগাযোগ করে সৈয়দপুর বাজার আসে। রাতে এক সাথেই দু’জন ঘুমোতে যায় দোকানেই। ঘুমানোর পূর্বে কোমল পানীয় সাথে কৌশলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে সেবন করানো হয় সুমন দেবকে। পরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠে। ঘটনার পর থেকেই ঘাতক সোহেল নিখোজ রয়েছে।
মামলায় পূর্ব শত্র“তার জের হিসেবে পরিকল্পিত হত্যার অভিযোগ করা হয়েছে। এব্যাপারে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর পরই পুলিশ সন্দেহভাজন আসামী গ্রেপ্তারে অভিযান শুরু করে। সোমবার গভীর রাতে বানিয়াচং পুলিশের সহায়তায় ওই এলাকা থেকে এজাহার নামীয় এক আসামী গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। শীঘ্রই হত্যার রহস্য উদঘাটনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।