Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আখেরী মোনাজাতের মাধ্যমে ৩দিন ব্যাপী ইজতেমা সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পাইকপাড়ায় আখেরী মোনাজাতের মাধ্যমে ও হাজারো মুসল্লীর অংশ গ্রহনের মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে তাবলিগ জামাতের তিনদিন ব্যাপী ইজতেমা। গতকাল শনিবার বেলা ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল হক। মোনাজাতের পূর্বে হেদয়াতের বয়না পেশ করেন কাকরাইলের মুরুব্বী মাওলানা জিয়া বিন কাসেম। মোনাজাতে অংশগ্রহণের জন্য ফজরের নামাজের পর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লিরা জায়নামাজ নিয়ে ইজতেমা ময়দানে হাজির হন। মোনাজাতে হবিগঞ্জসহ দেশবাসীর শান্তি কামনা করে মোনাজাত সম্পন্ন করা হয়। ইজতেমার মোনাজাত শেষে একটি বিদেশি জামাত, ৫টি চিল্লার জামাত, একটি মাস্তুরাতসহ চিল্লার জামাত, একটি বোবার জামাত আল্লাহ পাকের রাস্তায় বের হয়। জানা যায়, হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর মাঠে ইজতেমা করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চান মুসল্লীরা। কিন্তু নিরপাত্তার শংকায় অনুমতি না দেয়ায় বাধ্য হয়েই পাইকপাড়া এলাকায় ইজতেমার আয়োজন করা হয়। মুসল্লীরা জানান, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের এই ইজেতেমা। আমরা এখানে ধমীয় রীতিনীতি অনুযায়ী নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আসকার ও তসবিহ তাসকিলের মাধ্যমে সময় পার করেন মুসল্লিরা