Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে মাদক মামলায় ৫ হেরোইন ব্যবসায়ীকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ৫ হেরোইন ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক কাজী মিজানুর রহমান প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- আজমিরীগঞ্জ সদরের শরীফনগর নোয়াহাটি গ্রামের আফজল মিয়ার পুত্র নিন্টু মিয়া, একই গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র শাহআলম, ছোরাব আলীর পুত্র রুহুল আমিন মোল্লা, মৃত সিজিল মিয়ার পুত্র হোসেন আলী ও আজম মিয়ার পুত্র সুমন মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে ২৮ ডিসেম্বর নিন্টু মিয়া বাড়িতে উল্লেখিতরা মাদক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এএসআই শফিকুর রহমান অভিযান চালিয়ে আসামীর হেরোইন রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে ওই এএসআই বাদী হয়ে আজিমরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ আদেশ প্রদান করেন। তবে রায়ের সময় সকল আসামীগণ পলাতক ছিল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল মতিন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের পেশকার আবু।