Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে মাতালদের উপদ্রব আশংখজনক বৃদ্ধি

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ বদলপুরে মাতালদের উপদ্রব আশংখজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন চোলাই মদের চালান আসে পার্শ্ববর্তী বানিয়াচং ও শাল্লা থেকে।
জানা যায়, বেশ কিছুদিন যাবৎ আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের পাহাড়পুর ও বদলপুরে চলছে চোলাই মদের ছড়াছড়ি। এতে করে ওই এলাকায় মাতালদের উপদ্রব আশংখজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। চোলাই মদ পান করে মাতাল অবস্থায় তারা বাজারের রাস্তা ঘাটে অহেতুক ভাবে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। এ ছাড়া এলাকার যুবতী ও মহিলাদের দেখলে তাদের মাতলামির পরিমাণ আরও বেড়ে যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা অনুমানিক ৬টায় বদলপুর বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, হরিপুর গ্রামের বাসিন্দা সুুবোধ চক্রবর্ত্তীর বখাটে পুত্র চিহ্নিত মাদকসেবী সুপ্রসন্ন চক্রবর্ত্তী (৪০) চোলাই মদ পান করে মাতলামি করছে। বেসামাল অবস্থায় পথচারীদের অকথ্য ভাষায় গাালিগালাজ করতে দেখা যায়। আশপাশের ব্যবসায়ীরা জানায়, এ তো নিত্য দিনের ঘটনা।
এ ছাড়াও আরো মাদকসেবী রয়েছে ওই এলাকায়। ওই সব মাদকসেবীরা বিশেষ করে সন্ধ্যার পর চোলাই মদ পান করে গভীর রাত অবদি দলবেঁধে রাস্তা ঘাটে হৈ হুল্লুর করে রাতের নিস্তব্ধতাকে ভেঙ্গে দেয়। প্রতি গ্লাস চোলাই মদ ২০ থেকে ৬০ টাকা করে বিক্রি করা হয়। সন্ধ্যার পর ক্রেতাদের লাইন পড়ে যায় পাহাড়পুর বাজারে। ভূক্তভোগীরা জানায়, বানিয়াচংয়ের আদর্শ বাজার ও সুনামগঞ্জের শাল্লার ঋষিপাড়া থেকে কন্টিনার ভর্তি চোলাই মদ নিয়ে আসা হয় মাদকসেবীদের চাহিদনুযায়ী। তাই ওই এলাকার মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে অচিরেই অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।