Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে জনস্বাস্থ্যের মান উন্নয়নে খাদ্যে ভেজাল বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আয়োজিত ও বেসরকারী কনসালটিং ফার্ম “ঘরণী” এর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর মোঃ ছাদিকুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লা সিকদার, প্রধান শিক্ষক মোঃ মোজ্জামেল হোসেন খান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বানিয়াচং ইমাম সমিতির সভাপতি উপাধ্যক্ষ কাজী আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি ইমদাদ হোসেন খান, মেম্বার মতিউর রহমান প্রমূখ। পূর্বাহ্নে সকাল ১০ টায় একই হল রুমে পারিপার্শ্বিক স্বাস্থ্য সংরক্ষণ, খাদ্য তৈরী ও পরিবেশন বিষয়ক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে অপর এক সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবপদ রায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বক্তৃতা করেন ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ সিকদার, ব্র্যাকের স্বাস্থ্য কর্মকর্তা শামিম আহমেদ, স্যানেটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায়, মোঃ নূরুল হক, মাসুক মিয়া প্রমুখ।